সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পবিত্র রমজান মাসে শুধু ইবাদতের স্থানই নয়, পরিণত হয় এক বিশাল ধর্মীয় ও সামাজিক মিলনমেলায়। এখানকার ইফতার আয়োজন বিশ্বের অন্যতম বৃহৎ আয়োজনের একটি, যেখানে প্রতিদিন ৩৫ হাজারের বেশি রোজাদার বিনামূল্যে ইফতার গ্রহণ করেন। এটি মদিনার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইফতার আয়োজন হিসেবে বিবেচিত হয়।
প্রতিদিনই ইফতারের দুই ঘণ্টা আগে থেকে মসজিদ প্রাঙ্গণে রোজাদারদের ভিড় জমতে শুরু করে। সারিবদ্ধ গাড়ির দীর্ঘ লাইন, প্রশস্ত পার্কিং সুবিধা এবং স্বেচ্ছাসেবকদের তৎপরতায় মসজিদের চতুর্দিক যেন এক ব্যস্ততার কেন্দ্র হয়ে ওঠে। নারী ও পুরুষদের জন্য পৃথক জোনসহ এখানে পরিবার-পরিজন নিয়ে একসঙ্গে বসে ইফতার করার সুযোগ রয়েছে। আমন্ত্রিত অতিথি, বিদেশি কূটনীতিক ও সম্মানিত ব্যক্তিদের জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা।
মন্তব্য করুন