অবসর ভেঙে মাঠে ফেরার আগে ৯ মাস মাঠের বাইরে ছিলেন সুনীল ছেত্রী। তবে লম্বা এই বিরতিও তাঁর ফুটবল দক্ষতায় জং ধরাতে পারেনি। আজ মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে গোল করলেন। বুঝিয়ে দিলেন ফুটবলকে তাঁর দেওয়ার এখনো ঢের বাকি তাঁর।
ছেত্রী ও তাঁর সতীর্থরা দেখিয়েছেন উদ্ভাসিত পারফরম্যান্স। আর তাতে মালদ্বীপের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে ভারত। এশিয়ান কাপ বাছাইয়ে ২৫ মার্চ বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে এই ম্যাচ জিতে বাংলাদেশকে একটা বার্তাই দিল ভারত।
যে ভেন্যুতে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত, গতকাল সেই শিলংয়েই মালদ্বীপের বিপক্ষে খেলেছে কোচ মানোলো মার্কেজের ভারত। ছোট ছোট পাসে খেলে বারবার আক্রমণে যাওয়া ভারত এগিয়ে যায় ৩৫ মিনিটে। হেডে গোল করেন রাহুল ভেকে। এই অগ্রগামিতা ধরে রেখেই প্রথমার্ধ শেষ করে ভারত।
মন্তব্য করুন