admin
২৪ মে ২০২৫, ৯:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কক্সবাজারে ডিসির স্বাক্ষর জালিয়াতি করতে গিয়ে ভুয়া সাংবাদিক আটক

Oplus_16777216

কক্সবাজার জেলা প্রশাসকের স্বাক্ষর জালিয়াতি করে খাসজমি বাগিয়ে নিতে গিয়ে আটক হলেন এক ভূয়া সাংবাদিক। আটক ভূয়া সাংবাদিক রেজাউল করিম সোহাগ লক্ষীপুরের রায়পুর এলাকার মনির আহমেদ’র ছেলে।

স্বাক্ষর জালিয়াতি আবেদনের কাগজে দেখা যায় , বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ নামের একটি সংগঠনের নাম দিয়ে কক্সবাজার শহরের পাশে ঝিলংজা ইউনিয়নের বড়ছড়া এলাকায় ভুমিহীন, দরিদ্র ও প্রতিবন্ধীদের পড়াশোনার নাম করে খাসজমি বরাদ্দের জন্য কক্সবাজারের জেলা প্রশাসকের কাছে একটি আবেদন করে। আবেদন পত্রে সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি হিসেবে স্বাক্ষর রয়েছে রেজাউল করিম সোহাগের।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘জেলা ম্যাজিস্ট্রেটের সই জাল করা গুরুতর অপরাধ। এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন বলেন, ‘রেজাউল করিমকে বুধবার বিকেলে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, এ ঘটনায় রেজাউল করিমের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করা হচ্ছে। তাঁকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে।

কক্সবাজারে সরকারি খাসজমি বরাদ্দের আবেদনপত্রে জেলা প্রশাসকের (ডিসি) সই জাল করে জমা দেওয়ার অভিযোগে বুধবার বিকেলে রেজাউল করিম ওরফে সোহাগ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিজেকে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি পরিচয় দিয়েছেন। তাঁর বাড়ি লক্ষ্মীপুরের রায়পুরে।

কক্সবাজার জেলা প্রশাসকের স্বাক্ষর জাল করে খাসজমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করায় রেজাউল করিম সোহাগ নামে এক ভুয়া সাংবাদিককে আটক করেছে প্রশাসন। বুধবার (২১ মে) কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

রেজাউল করিম সোহাগের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর এলাকায়। তিনি নিজেকে ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ’ নামের একটি সংগঠনের সভাপতি পরিচয়ে ভূমিহীন, দরিদ্র ও প্রতিবন্ধীদের জন্য খাসজমি বরাদ্দ চেয়ে কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের বড়ছড়া এলাকায় একটি আবেদন জমা দেন।

আবেদনপত্রে উল্লেখ করা হয়, ওই জমিতে একটি স্কুল নির্মাণ করা হবে। সেখানে জেলা প্রশাসক মো. সালাহউদ্দিনের নাম ও জাল স্বাক্ষর সংযুক্ত করে অনুমোদনের ভুয়া তথ্য উল্লেখ করা হয়।

আবেদনে সন্দেহ হলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নেজাম উদ্দিন স্বাক্ষরটি যাচাই করে জালিয়াতির বিষয়টি শনাক্ত করেন।

এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক বলেন, “একজন জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করে রেজাউল করিম সোহাগ গুরুতর অপরাধ করেছেন। ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান জানান, অভিযুক্ত সোহাগকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বৃহস্পতিবার (২২ মে) আদালতে হাজির করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব পর্যটন দিবস পালন উপলক্ষে সংবাদ সম্মেলনে হাকিম আলী

মেজর সিনহা হত্যা মামলা : ওসি প্রদীপ ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল

কক্সবাজারে ডিসির স্বাক্ষর জালিয়াতি করতে গিয়ে ভুয়া সাংবাদিক আটক

নুসরাত ফারিয়াকে পাঠানো হলো কারাগারে

সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢল

চীন থেকে ২.১ বিলিয়ন ডলারের বিনিয়োগ-ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ

ঝুলে থাকা ৪ লাখ এনআইডি সংশোধন আবেদন সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তি করবে ইসি

সুন্দরবনের ৩ একরজুড়ে ছড়ানো আগুন নিয়ন্ত্রণে ‘ফায়ার লাইন’

১৫ বছরের নিচে হজ যেতে বারণ, যা বলছে ধর্ম মন্ত্রণালয়

বিপর্যয় কাটিয়ে উঠে ফের চালু হয়েছে হিথ্রো বিমানবন্দর

১০

বিচার চলাকালীন আওয়ামী লীগ নিবন্ধন বাতিল করতে হবে

১১

বাংলাদেশে শিশুদের জন্য সুষম পুষ্টির গুরুত্ব

১২

দুই দিনে গাজায় নিহত অন্তত ৯৭০

১৩

আবুধাবী শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইফতার আয়োজন

১৪

ড. ইউনূসের মামলা বাতিল ঠিক ছিল কিনা, রায় ২৩ এপ্রিল

১৫

ঈদে দীপ্ত টিভিতে ‘তুফান’, ‘ওমর’ সহ একগুচ্ছ সিনেমা

১৬

৩ এপ্রিল নির্বাহী আদেশে প্রস্তাব, অনুমোদনে মিলবে ৯ দিনের ছুটি

১৭

পেট্রল নেওয়ার মতো দ্রুত চার্জ হবে টেসলার প্রতিদ্বন্দ্বী চীনের বৈদ্যুতিক গাড়ি

১৮

সিএসআর উদ্যোগে অনবদ্য ভূমিকায় রেকিট বেনকিজারের ‘লাইজল’

১৯

মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশকে বার্তা দিলেন ছেত্রীরা

২০